৩৩৪ পদে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
Bangladesh Rural Development Board new recruitment circular for 334 posts
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সম্প্রতি ১৮ টি পদে ৩৩৪ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু ১৫-০৭-২০২৪ থেকে । আবেদন করা যাবে ৩১-০৮-২০২৪ পর্যন্ত।
পদের নাম ও পদসংখ্যা
১। হিসাবরক্ষক -১৭৭
২। সহকারী আর্টিস্ট-০১
৩। স্টোনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর-০৫
৪। অফিস সহকারী উচ্চমান সহকারী-০৬
৫। গবেষণা অনুসন্ধানকারী-০৩
৬। পরিসংখ্যান সহকারী-০২
৭। নিরীক্ষা সহকারী-০৭
৮। হিসাব সহকারী-৩৬
৯। ক্যাশিয়ার-০২
১০। স্টেনোটাইপিষ্ট-কাম কম্পিউটার অপারেটর-০৭
১১। প্রশিক্ষক-০১
১২। ড্রাফটসম্যান-০১
১৩। অফসেট প্রিন্টিং অপারেটর-০১
১৪। অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর-৩০
১৫। ডাটা এন্ট্রি অপারেটর-০৩
১৬। প্রুফরিডার-০১
১৭। স্টোর কিপার-০১
১৮। অফিস সহায়ক-৫০
আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমা আলাদা আলাদা। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে নিচের বিজ্ঞপ্তিতে ।
চাকরি আবেদনের বয়স
প্রার্থীর বয়স ১৫-০৭-২০২৪ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে । তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২বছর ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://brdb.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ৩১-০৮-২০২৪ তারিখে পর্যন্ত জমা দিতে পারবেন ।