ব্যুরো বাংলাদেশে নিয়োগ, ৪৫ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুবিধা(Buro Bangladesh recruitment, salary 45 thousand taka)
ব্যুরো বাংলাদেশে নিয়োগ, ৪৫ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুবিধা(Buro Bangladesh recruitment, salary 45 thousand taka)
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশে ‘অডিটর’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্যুরো বাংলাদেশ
পদের নাম: অডিটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/স্নাতক এবং এমবিএ/স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং/ফাইন্যান্স/ম্যানেজমেন্ট/মার্কেটিং/ব্যাংকিং/ ফাইন্যান্স ও ব্যাংকিং/ব্যাংকিং ও ইন্স্যুরেন্স/ইন্টারন্যাশনাল বিজনেস)
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ৪৫,০০০ টাকা (শিক্ষানবিশকালিন বেতন), চাকরি স্থায়ীকরণের পর প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ও ভাতা দেওয়া হবে। স্থায়ীকরণের পর ২টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়িটিসহ সংস্থার চাকরিবিধি অনুযায়ী অন্যান্য সুবিধাদি দেওয়া হবে।
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: যে কোনো স্থান
আবেদনের ঠিকানা: আগ্রহীরা BURO Bangladesh এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২০ অক্টোবর ২০২৪।